মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেবে গড়ে তোলা হবে || jagonews24.com

2021-06-15 0

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুজিবনগরকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষে ৫শ কোটি টাকা নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার জন্য। যেখানে দর্শনার্থীরা এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেবে গড়ে তোলা হবে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিদেশি পর্যটকরা এসে যাতে মুজিবনগর আম্রকাননের অপার সৌন্দর্য উপভোগ করতে পারে সে লক্ষে সব ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ সরকারসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

#jagonews24